জীবন যুদ্ধ

মানবজীবন একটি নিরবিচারে সংগ্রামের নাম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে

জীবন এর শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সংগ্রাম করে বেঁচে থাকতে হয়,,, গরিব কে লড়তে হয় খাবার এর জন্য, ধনী লড়াই করে টাকার জন্য, জ্ঞানী লড়াই করে গুণের জন্য আর মূর্খ লড়াই করে নির্বোধ এর মতো। জীবন এর আদি থেকে অন্ত পর্যন্ত যুদ্ধ আর যুদ্ধ। জীবন মানেই যুদ্ধ। 

জীবন যুদ্ধ অমোঘ বাস্তবতা। জীবন যুদ্ধ ছাড়া জীবনে সফলতা অর্জন করা সম্ভব নয়।তাই সফলতার সোনালী সূর্য অর্জন করতে জীবন যুদ্ধে জয়ী হতে হবে।তবেই পাবো জীবন এর আসল সফলতা। 


Nil Pori

33 Blog Mesajları

Yorumlar