Ta Mahal of Agra

তাজ মহল: প্রেমের সাদা পাথরে লেখা কবিতা

ভারতের আগ্রা শহরে দাঁড়িয়ে থাকা তাজ মহল শুধু একটি স্থাপত্য নয়—এটি ভালোবাসার চিরন্তন প্রতীক। মুঘল সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে এই অপূর্ব সমাধি নির্মাণ করেন। সাদা মার্বেলের তৈরি এই সৌধ যেন প্রেমের পবিত্রতা ও শুদ্ধতার রূপক। ১৬৩২ সালে নির্মাণ শুরু হয়ে প্রায় ২০ বছর ধরে গড়ে ওঠা এই আশ্চর্য কীর্তিতে মুঘল, পারস্য, ও তুর্কি স্থাপত্যের নিখুঁত মিশ্রণ দেখা যায়। সকালে সূর্যের আলোয় এটি সোনালি, দুপুরে ঝকঝকে সাদা আর সন্ধ্যায় চাঁদের আলোয় রূপালী বর্ণ ধারণ করে—তাজ মহলের সৌন্দর্য দিনে দিনে বদলায়, তবু প্রেমের ভাষা একই থাকে। তাজ মহল কেবল একটি দৃষ্টিনন্দন ভবন নয়, এটি এমন এক অনুভব যা যুগ যুগ ধরে ভালোবাসার নিরব সাক্ষ্য বহন করে চলেছে।


SM Jahid Hasan

203 Blog postovi

Komentari