আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?

পৃথিবীর সবচেয়ে ছোট দেশ

আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। এর আয়তন হচ্ছে মাত্র 0.44 বর্গকিলোমিটার। মজার বিষয় হচ্ছে, এই দেশটি ইতালির রাজধানী রোম শহরের ভেতরে অবস্থিত এবং এর জনসংখ্যা মাত্র 750 জন। অর্থাৎ, যেকোনো গড়পড়তা গ্রামের চেয়েও ছোট এটি। যদিও খ্রিস্টানরা এটাকে অত্যন্ত পবিত্র স্থান মনে করে থাকে। তাই এই দেশটাকে Holy See নামেও ডাকা হয়।


James Adward Khan

1 블로그 게시물

코멘트