Love status

Romantic love story status romantic couple story status

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,

ও গো তোমায় নিয়ে হারিয়ে যাব আমি ঐ দূর আকাশের নীলে।

তোমারি জন্যিআমারি মনে অফুরন্ত আশা,সারা জীবন পেতে চাই শুধু তোমারই ভালোবাসা।

এক জীবনে শেষ হবে না আমারই ভালোবাসা,

হাজার জনম চাইগো তোমায় আমারি পাশে এইতো আমার মনের আশা।

ওগো তোমায় পেয়ে ধন্য আমি ধন্য যে আমার প্রান,

তোমার তরে গেয়ে যাবো সারাটি জীবন ভালোবাসারি গান


Prince Rot Hajong

30 博客 帖子

注释