অসাম্প্রদায়িক বাংলাদেশ

বন্যার্তদের পাশে আজ পুরো বাংলাদেশ মানুষ ।

বাংলাদেশের আবারো প্রমাণ করল এক সাথে থাকলে কি না করা যায় ! টিএসসিতে কয়েকঘণ্টায় ১৫ লাখ টাকা উঠে যাচ্ছে, গেইমস রুম ভর্তি হচ্ছে শুকনো খাবারে, পূজোর টাকা দিয়ে দিচ্ছে মন্দির কমিটি, চট্টগ্রাম থেকে বোট নিয়ে ফেনীর দিকে যাচ্ছে ট্রাকের পর ট্রাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল-বিভাগ থেকে ডজন ডজন টিম বেরিয়ে পড়ছে ফেনীর পথে, খয়েরি কাপড়ে নেমে এসেছে বৌদ্ধ ভাইয়েরা, ওমরার জন্য জমিয়ে রাখা টাকা বিলিয়ে দিচ্ছে ছোট্টশিশু…

 

 বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানষের মাঝে জরুরি খাদ্য সামগ্রী,বিশুদ্ধ খাবার পানি, ত্রাণ সামগ্রী এবং জীবন রক্ষার জন্য চিকিৎসা সেবা, ঔষধ ও খাবার স্যালাইনসহ মানবিক সহায়তা প্রদান করতে প্রস্তুত নৌবাহিনী ।

 

এছাড়াও যে যেভাবে পাচ্ছে সহায়তার জন্য এগিয়ে যাচ্ছে । এরকম একটা বাংলাদেশ তো আমরা চাই । যেখানে না থাকবে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা, সংঘর্ষ । একে অপরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে । তবেই তো গড়ে উঠবে সোনার বাংলা । 


Hoimonti Shukla

137 בלוג פוסטים

הערות