গ্রামের বাড়ি

গ্রামের বাড়ির সৌন্দর্য বলে শেষ করা সম্ভব নয়।

গ্রাম,,, 

শব্দ টা শুনলেই প্রানের আভাস পাওয়া যায়। গ্রামের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মনোমুগ্ধ করে। গ্রামের বাড়িতে মানুষ গুলো খুব সহজ সরল হয়।

তারা জমিতে ফসল ফলায়। সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তারা সারাদিন জমিতে কাজ করে। মেঘ,বৃষ্টি উপেক্ষা করে সবার জন্য ফসল ফলায়। এগুলো শহর গ্রাম দুই জায়গার খাদ্যের যোগান নিশ্চিত করে। 

গ্রামের পথ গুলো আঁকা-বাঁকা আর সরু হয়ে থাকে। সেই পথ গুলো আবার সুন্দর গাছপালায় ভরে থাকে। 

গ্রামের নদীতে জোয়ার আসে। নদী তীরের বাড়ি গুলো দেখতে সুন্দর। কিন্তু বন্যার সময় অনেক বেশি আতঙ্কিত থাকতে হয় নদীর তীরের মানুষ গুলো। 

এখানকার পরিবেশ খুবই মনোরম আর মনোমুগ্ধকর। 


Nil Pori

40 博客 帖子

注释

📲 Download our app for a better experience!