কৃষকের ধান চাষ করা

কৃষকের ধান চাষ করা

বাংলাদেশের বেশিরভাগ মানুষের ধান চাষ করে থাকে। বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। তাইলে সেই বেশিরভাগ মানুষ প্রায় ৮০ শতাংশ চাষাবাদের সাথে যুক্ত। তার অক্লান্ত মাঠে পরিশ্রম করার মাধ্যমে ধান চাষ করে থাকেন। সাধারণত বছরে তিনবার ধান চাষ করা হয়। তবে কেউ কেউ বছরে দুইবার ধান চাষ করে থাকে। সারাদিন মাঠে পরিশ্রম করার মাধ্যমে নির্বাহ করে থাকে। অনেকে ধান চাষ করে আবার স্বাবলম্বী হয়ে ওঠে।


Juboraj Hajong Raj

42 بلاگ پوسٹس

تبصرے