সফলতা ও ব্যর্থতা

অত্যাধিক পরিশ্রম ও আত্মবিশ্বাস সফলতার মুল পন্থা

মানুষের মাঝে ব্যর্থতা আসবেই। তাই বলে চেষ্টা ছেড়ে দেওয়া উচিত নয়। পৃথিবীর যত বড় বড় মহৎ মানুষ রয়েছেন সবাই একবার হলেও ব্যর্থ হয়েছে। কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয়নি। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম থাকলে আপনিও সফল হতে পারবেন। জীবনে কখনো এমনি এমনি সফলতা আসে না।তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আর নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হয়। জীবনে যাই করেন পরিশ্রম ছাড়া কখনো সাফল্য সম্ভব নয়। আর তাই পরিশ্রমই হচ্ছে সফলতার চাবিকাঠি 


Prince Roy

4 블로그 게시물

코멘트