সিদ্ধান্ত ব্যতীত কোনো কাজে নামা উচিত নয়

কাজের প্রতি সিদ্ধান্ত ভেবেচিন্তে নেওয়া উচিত

প্রতিদিন আমরা এমন সময়ের মুখোমুখি হয়ে থাকি সেগুলোর জন্য আমরা অনেক ভাবনাই পড়ে যায় এবং ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত ছাড়া আমরা কোন কাজ করতে পারি না। অনেক সময় আমরা কোনো কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি যার জন্য পুরো কাজটাই নষ্ট হয়ে যায়।তাই আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া উচিত। আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনার দুঃখ এনে দিতে পারে।


Prince Roy

4 블로그 게시물

코멘트