সুখগুলো বহুদূর

সুখগুলো যখন শূন্য তাই ভোগে মানুষ তখন একাকীত্ব ভোগ করে মানুষ পরিবর্তনশীল

মানুষ ভালোবাসা দেখায় যখন ভালোলাগা শুরু হয় মায়ায় জড়ায় মস্তিষ্কে মিশে যায় তারপর একটু একটু করে হারাতে হারাতে একদিন অদৃশ্য হয়ে যায় মানুষ হারিয়ে যায় মানুষের অভাবে অথচ মানুষ টের পায় না প্রেম শেষ হয়ে গেল প্রেম শেষ হয়ে গেলেও ভালোবাসাটুকু যেন থাকে একদিন ভালবাসতে যাকে তাকে হিংসা কইরো না করুণা করো না রাস্তায় আচমকা দেখা হলে আগের মতই হাসি মুখ নিয়ে কথা বইল ভালোবাসা আকন্দ ফুলের মত কোন কোন দিন ফুটে থাকে মেরুন নদীর পাশে ভালোবাসা খুঁজে পেতে একটা দুপুরের জীবনের মত দীর্ঘ হয়ে যায় প্রেম শেষ হয়ে গেলেও ভালোবাসা টক যেন থেকে যায় নিষ্ঠুরতম পৃথিবীতে অভিনন্দন প্রিয় আজ জন্ম নিয়েছো আর যতদিন থাকবে আমাদের মাঝে শুধু আমাদের এই মুখোশধারী স্থিতিক মানুষগুলো মন খারাপের সঙ্গ দিয়ে যাবে অন্যরকম ভালো লাগার অনুভূতি জাগাবে আমাদের অজান্তেই আমাদের ঠোঁটের কোনায় মিষ্টি করে হাসি ফুটিয়ে যাবে কোন এক পড়ন্ত বিকালে হয়তো ঘুমাতে বাহু হারিয়ে যাব দিগন্ত ছোঁয়া কোন দূর অজানায় সবই জানে তারপর দিন শেষে তুমিও রাত জাগা দ্বীপের নেয় নিভে যাবে দ্বোপের মতো গন্ধ ছড়িয়ে তুমিও হারিয়ে যাবে সে সব ও জানে কিন্তু তবুও আমাকে অনুসরণের কথা ভাবা তো দূরে যাক তোমার সৌন্দর্যের মুগ্ধ হয়ে তোমাকেই আমরা আঘাত করে ফেলি এটা যে স্বভাব আমাদের সুযোগ পেলেই আঘাত করা হয়েছে করে ফেলি এটা যে আমাদের সুযোগ পেলেই আঘাত করা ওই যে বললাম মুখোশধারী এস্থেটিক


Araf Hassan

53 blog messaggi

Commenti