আত্মবিশ্বাস

কাজের প্রতি আত্মবিশ্বাস

আমাদের সবার নিজেদের ওপর আত্মবিশ্বাস থাকা জরুরি। আত্মবিশ্বাস এর দ্বারা নিজের কাজগুলোকে সম্পন্ন করা সম্ভব। এখন আমি আপনাদের আত্মবিশ্বাস সম্পর্কে উদাহরণ দেই।

 

ধরেন আপনি সাইকেল চালাতে পারেন। আপনার সাইকেল চালানোর সময় পড়ে যাওয়ার কোনো ভয় লাগে না, কারণ আপনি চালাইতে পারেন। কিন্তু এর আগেও আপনি সাইকেল চালাতে পারেনি, বার বার পড়ে গিয়েছিলেন। অনেক চেষ্টা করে হলেও পেড়েছেন।

 

কিন্তু আপনি এখন অনেক ছোট রাস্তা দিয়েও সাইকেল চালাতে পারেন। এই যে আপনি বারবার পড়ে গিয়েও সাইকেল চালা বন্ধ করেনি, শিখেছেন এবং আপনি পেড়েছেন এটাই আত্মবিশ্বাস। আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল বলেই আপনি পেড়েছেন। 

 

পৃথিবীতে বাঁচতে গেলেও আমাদের অনেক কাজ করতে হয়। এসব কাজের প্রতি আত্মবিশ্বাস থাকা তো খুবই জরুরী। তাহলে আপনি আপনার কাজে সফলতা পাবেন ।


Juboraj Hajong Raj

75 ブログ 投稿

コメント