>>নতুন আরম্ভের শুরু<<
(এক যন্ত্ৰণাদায়ক অতীতের পাতা থেকে)

আমাদের গল্পটি ভালো লাগলে follow দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ

প্ৰচন্ড জোরে ঝড়-বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টির মধ্যে রাস্তার এক পাশে বসে হাঁটুতে মুখ গুঁজে সাদা সালোয়ার কামিজ পড়া একটা মেয়ে জোরে জোরে কাঁদছে। কান্না শুনেই মনে হচ্ছে অনেকক্ষন ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে।তখনই পাশের এক চায়ের দোকান-এর বেঞ্চে বসে থাকা একজন নারীকন্ঠের কথা শুনে মেয়েটি কান্না বন্ধ করে মাথা তুলে তাকায়।একজন মহিলা লম্বা কোট পড়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি ততক্ষণে কমে গেছে। মহিলাটি নিজের body এমনভাবে mainten করেছে যে তাকে দেখে মনে হয় না যে ৩০-এর বেশি বয়স।
মহিলা: কেঁদে কি লাভ?? তোমার কান্না কেউ দেখতে আসবে না। যে কাঁদিয়েছে তার বিরূদ্ধে প্ৰতিশোধ নাও,সেটাই সারা দুনিয়া দেখবে।যার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই,তার জন্য কেঁদে নিজের মূল্যবান চোখের জল নষ্ট করার কোনো মানেই হয় না।(মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে, মেয়েটির চোখের জল আঙুল দিয়ে নিয়ে) এই অশ্ৰু প্ৰমাণ করে তোমার অসহায়ত্ব, আগুন ঝরাও সেটাই তোমার শক্তি। ভগবান আমাদের শুধু কাঁদার নয়, কাঁদানোর ক্ষমতা-ও দিয়েছে।(মহিলাটি উঠে দাঁড়াল)ওঠো, চলো আমার সাথে।
মেয়েটি: (ধরা গলায়) কোথায়????
মহিলা: আসো, বুঝতে পারবে।

মেয়েটি উঠে গুটি গুটি পায়ে মহিলাটির পিছন যায়। মহিলাটি একটা বিশাল রাজ-প্ৰাসাদের মতো বাড়িতে ঢোকে।বাড়ি তো নয় যেন রাজমহল। চারিদিকে ঝুলছে বড় বড় ঝাড়, দেওয়ালে দামি দামি পেন্টিং,ডায়নিং রুমের টেবিলে ...


Md Mahfuz

38 Blog Postagens

Comentários