খোলা জানালা

খোলা জানালা দক্ষিণের বাতাসে।

খোলা জানালা দখিনের বাতাসে থেকে যায় পর্দার আড়ালে। কখন তুমি এসে হেসে বলে দাও, আছি তোমার পাশে। বহুদূর পর ভীষণ আঁকাবাঁকা, চলতে ভীষণ ভয়। তুমি এসে বলে দাও আজ আমি পাশে, করো না কিছু নেই ভয়। 

 

কখনো ভাবি নি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। অনেক পথের পথিক আমি ক্লান্ত সর্বশেষ, তোমার পথের ঠিকানা খুঁজে আমি আর সর্বশেষ। 

 

তুমি আমার প্রথমও শেষ জীবনের ভালোবাসা, তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা। কখনো ভাবি নি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবী রাঙিয়ে। 

 

সাদা আকাশে মেঘের ভেলায়, রঙে রঙের খেলা। কখনো কালো কখনো নীল কখনো বা ধূসর সাদা। আমার আকাশ জুড়ে ছিল তোমার রঙের মেলা, সাধারণ মাঝে কালো বসিয়ে তোমার বিদায়ের পালা।

 


Juboraj Hajong Raj

42 ブログ 投稿

コメント