Kobita Gucho..1

Azizur Rahman
Kobita gusso kobita somaroho

হারিয়ে যাওয়া বিকেল

 

আড্ডার সেই মোড়টা আজও কি আগের মতো আছে?

চায়ের কাপে ধোঁয়ার সাথে, স্বপ্ন উড়ত কাছে।

অকারণ হাসির শব্দে, বিকেলেরা হতো রঙিন,

হঠাৎ করেই ফুরিয়ে গেল, আমাদের সেই দিন।

 

আকাশ ছোঁয়ার ইচ্ছেগুলো, জমা ছিল দুই চোখে,

ভবিষ্যতের হিসেবগুলো, ছিল না তো কোনো শোকে।

এক পকেটে থাকতো সাহস, অন্য পকেটে গান,

দুজন মিলে খুঁজে নিতাম, জীবনের জয়গান।

 

সময় গেল উড়ে, তোর আর আমার মাঝখানে,

ব্যস্ত শহরেতে থাকে, দায়িত্বের অভিযানে।

তোর খবর পাই, প্রোফাইলের সবুজ বাতি দেখে,

পুরোনো দিনের ছবিগুলো, স্মৃতিটুকু শুধু রেখে।

 

আজও বৃষ্টি নামে, জানলার কাঁচে এসে থামে,

মনটা কেমন করে ওঠে, তোর প্রিয় সেই নামে।

ইনবক্সটা ফাঁকাই থাকে, লেখা হয় না কিছু আর,

একলাই দেখি ভেজা কাঁচ, নামে অন্ধকার।

 

যদি পারিস, ফিরে আসিস, সেই পুরোনো সুরে,

হারিয়ে যাওয়া বিকেলটাকে, খুঁজবো দুজন ঘুরে।

ফিরবি কি আর সেই বিকেলে? প্রশ্নটা রেখে যাই,

উত্তরটা হয়তো তোরও, আমার মতোই নাই।

 

#বাংলাকবিতা #বন্ধুত্ব #নস্টালজিয়া 

 

নিঃশব্দ প্রার্থনায় আমি শুধু চাই 

সে থাকুক সুখে,

সমুদ্রের ঢেউয়ের মতো অবিরাম আনন্দ এসে

ছুঁয়ে যাক তার দু’পায়ের প্রান্তর,

যেনো প্রতিটা ঢেউয়ে লুকিয়ে থাকে

আমার না বলা ভালোবাসা।

 

আমার যত মনখারাপ,

যাক গলে তার ঠোঁটে নিঃসৃত হাসিতে,

হোক সেই হাসি সূর্যের মতো নিঃশর্ত,

নির্ভার, অপার সুখের দ্যুতি নিয়ে।

 

তার জীবন হোক পূর্ণতার প্রতিচ্ছবি,

যেখানে প্রত্যাশার ফুলগুলো একে একে ফোটে

অবিকল যেমন করে বসন্তে জেগে ওঠে

মনের গহীনে লুকানো ইচ্ছেরা।

 

পৃথিবীর কোনে এক নিভৃত মানুষ,

যে হয়তো তার জানার বাইরেই থেকে গেছে,

তবুও প্রতিনিয়ত আকাশে তুলে দেয় দু’হাত,

তাকিয়ে থাকে নিরবতা ভেদ করে,

এই আশায়,

যে তার সুখটাই হোক নিজের প্রাপ্তির শ্রেষ্ঠতম রূপ।

 

এ এক আত্মত্যাগের প্রেম,

যেখানে চাওয়া নেই, আছে কেবল চাওয়ার পূর্ণতা…

অপরকে আনন্দে দেখার সেই মহৎ দর্শন,

যেখানে ভালোবাসা মানে শুধু পাওয়ার নাম নয়,

ভালোবাসা মানে, কাউকে

সুখে ভাসতে দেখার পরম আরাধনা


Azizur Rahman

62 Blog Mensajes

Comentarios

📲 Download our app for a better experience!