আব্দুল কাকা বনাম স্মার্টফোন

খুব মজার একটি ব্লগ পরবেন,

আমাদের গ্রামের একমাত্র “টেক এক্সপার্ট” হচ্ছেন আব্দুল কাকা। উনি জীবনে এখনো চুলের তেল আর মোবাইলের ব্যাটারির পার্থক্য বুঝে উঠতে পারেননি, কিন্তু লোকজন ভাবে উনি অনেক জানেন, কারণ উনি মাঝে মাঝে মোবাইল হাতে নিয়ে বলেন, “এইটা ৫জি না ৬জি বুঝি না, কিন্তু আমার মাথা ঘোরে!”

 

একদিন কাকা নতুন স্মার্টফোন কিনলেন। দামি ফোন, টাচস্ক্রিন! উনি দোকান থেকেই বলে এলেন, “ভাইরে, এক্কেরে যেন টেলিভিশনের মতো ফোন চাই, বড় ডিসপ্লে লাগব।”

 

ফোন নিয়ে এসে উনি প্রথমেই বললেন, “এই ফোনে এখন টিপলে মিষ্টি বের হয় না?”

আমরা বললাম, “না কাকা, এইটা ফোন, মিষ্টির দোকান না।”

কাকা বললেন, “তাও দেখি, গতবার এক অ্যাপ খুলেছিলাম, তার পর থেকে ফোনের মধ্যে একটা পেঁপে উঠাই রাখছে!”

 

সবচেয়ে বড় বিপদ ঘটল যখন কাকা গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করলেন। উনি বলছেন, “হ্যালো গুগল, আমার জন্য লেবু-নুন জল বানাও।”

গুগল উত্তর দিচ্ছে না দেখে উনি ফোনের পেছনে থাপ্পড় দিয়ে বলছেন, “এখনকার ফোনগুলা শুধু ইংরেজি বোঝে, মানুষ না তো!”

 

আরেকদিন বললেন, “এই ফোনে আইডি খুলছি, এখন পুলিশে ধরব না তো?”

আমরা বললাম, “কোন আইডি?”

উনি বললেন, “এই যে ফেসবুকে ছবি দিছি, তার নিচে কেউ বলছে ‘আইডি কই?’ তাই ভাবতেছি, কিছু গোপন কাগজ লাগে নাকি!”

 

শেষ পর্যন্ত উনি ফোনের ক্যামেরা খুলে বললেন, “এই ক্যামেরা দেখি শুধু আমারে-ই দেখায়, আমার গরুটা কই?”

আমরা বললাম, “ক্যামেরা তো সামনে, আপনি পেছনে ঘুরান।”

উনি বললেন, “তাইলে ক্যামেরা ঘোরাও, আমি কেন ঘুরবো?” ?

 

এই হলো আমাদের আব্দুল কাকার স্মার্টফোন যুদ্ধ। ওনার মতো মানুষদের জন্য প্রযুক্তিও হেরে যায়! কিন্তু ওনারা না থাকলে আমরা হাসবো কেমনে বলো?


MD Maruf

60 وبلاگ نوشته ها

نظرات