কিছু কথা

কিছু কথা
আজিজুর রহমান
কামারজুরি

আমি কিছু ইসলামপন্থীদের ফলো করতেছি ইরান ইস্যুতে। খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস। ইরানে যখন প্রথম হ্রিজ্রায়েল হামলা করলো, তখন ধুমায়ে ইরানরে গালি দিতেছে। এই বলে দেখিছো কী কি প্রিসিশন টার্গেট। এরা জিতবে না তো কে জিতবে।

 

তারপরে ইরান যখন পালটা মাইর দেয়া শুরু করলো তখন পারলে আর্কিমিডিসের মতো রাস্তা দিয়া ইউরেকা ইউরেকা চিক্কুরিয়া দৌড়ায়। আবার যখন আমেরিকা জয়েন দিলো হামলায় তখন গেলো পোতায়ে।

 

ভাইজান একটা কথা বলি। এইটা একটা জীবন মরণ লড়াই হইতেছে। ইরান তুলনামূলক ভাবে সামরিক শক্তিতে দুর্বল। কিন্তু বীরোচিত লড়াই চালায়ে যাইতেছে। আপনার সমর্থন বা বিরোধীতায় ইরানের কিছুই যায় আসেনা। কিন্তু আপনার যায় আসে, আপনি ইতিহাসের কোন সাইডে ছিলেন। আপনি যদি মনে করেন ন্যায় আর ইনসাফ ইরানের দিকে, তাইলে ইরানকে ভষ্ম করে দিলেও আপনি ইরানের পক্ষে দাড়াইবেন। আপনার পরিনতি যাই হোক।

ভাইজান একটা কথা বলি। এইটা একটা জীবন মরণ লড়াই হইতেছে। ইরান তুলনামূলক ভাবে সামরিক শক্তিতে দুর্বল। কিন্তু বীরোচিত লড়াই চালায়ে যাইতেছে। আপনার সমর্থন বা বিরোধীতায় ইরানের কিছুই যায় আসেনা। কিন্তু আপনার যায় আসে, আপনি ইতিহাসের কোন সাইডে ছিলেন। আপনি যদি মনে করেন ন্যায় আর ইনসাফ ইরানের দিকে, তাইলে ইরানকে ভষ্ম করে দিলেও আপনি ইরানের পক্ষে দাড়াইবেন। আপনার পরিনতি যাই হোক।

 

এইটা ভিডিও গেমস না। যে মজা নিবেন। পরাজয়ের দায় নিবেন না। ইরান হাইরা গেলে কলার ঝাকায়ে কইবেন, কইছিলাম না এই যুদ্ধে জড়াইস না। হইলো এইবার? আর বীরোচিত লড়াই করে টিকে থাকলে ইরানকে নিয়া জয়ধ্বনি দিবেন!!

 

আর কতো ভাইজান?


Azizur Rahman

62 블로그 게시물

코멘트