নদী প্রকৃতি

বাংলাদেশের নদী ও প্রকৃতির সৌন্দর্য

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত। পদ্মা, মেঘনা,যমুনা ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদী এই দেশের  ভূ প্রকৃতিকে করেছে উর্বর ও সমৃদ্ধ।নদীর বুকে ভেসে চলা নৌকা, জেলে জীবন আর কাশফুলে ভরা তীরের দৃশ্য বাংলার প্রকৃতিকে দিয়েছে অনন্য রূপ। বর্ষায় নদীগুলো ফুলে ফেপে ওঠে, চারপাশে ছড়িয়ে দেয় সজীবতা। শীতকালে শুকনো চর জমি কৃষকদের এনে দেয় নতুন ফসলের সম্ভাবনা। শুধু নদী নয় সবুজ শ্যামল মাঠ গ্রামীন কাঁচা রাস্তা বিস্তীর্ণ ধান ক্ষেত ও নানা ফুলে ভরা প্রকৃতি এদেশের সৌন্দর্যকে করেছে হৃদয় স্পর্শী। তবে অতিরিক্ত দূষণ ও নদী ভাঙ্গন আজ এসব সম্পদকে হুমকির  মুখে ফেলেছে। তাই নদী ও প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এদের সংরক্ষণ করলেই টিকে থাকবে বাংলাদেশের গৌরবময় পরিচয়। 


Md shazedul Karim

81 blog messaggi

Commenti