অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে

অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে,

নিদ্রা নাহি তোমায় চাহি আমার নয়ন পাতে,

ভেজা মাটির গন্ধ সনে

তোমার স্মৃতি আনে মনে,

বাদলি হাওয়া লুটিয়ে কাঁদে আঁধার আঙিনাতে,

হঠাৎ বনে আসল ফুলের বন্যা

পল্লবেরই কূলে,

নাগকেশরের সাথে কদম কেয়া

ফুটল দুলে দুলে,

নবীন আমন ধানের খেতে

হতাশ বায়ু ওঠে মেতে,

মন উড়ে যায় তোমার দেশে

পুব হাওয়ারই সাথে,


Sudhanond Hajong

4 Blog Beiträge

Kommentare