বিজ্ঞানেই ভরসা সারার
সৌন্দর্যের যত্নে ভরসা রাখেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকর। বায়োমেডিক্যাল সায়েন্সে পড়াশোনা করা সারা জানেন, কোন অভ্যাস বা কোন প্রোডাক্ট ত্বকের জন্য কার্যকর। তাই অজ্ঞতার বদলে বিজ্ঞানভিত্তিক যত্নেই ভরসা করেন তিনি।
দামি প্রসাধনী নয়, সহজ অভ্যাসই মূল রহস্য
অনেকে মনে করেন, তার সৌন্দর্যের রুটিনে রয়েছে দামী ব্র্যান্ডের পণ্য। কিন্তু বাস্তবে সারার যত্ন খুবই সাধারণ—
মাঝে মাঝে তিনি অ্যাসিড পিল ব্যবহার করলেও সেটি নিয়মিত নয়; কেবল
সারার মতে, সৌন্দর্যের আসল রহস্য দামি প্রসাধনী নয়—বরং নিয়মিত যত্ন, ধারাবাহিকতা আর স্বাস্থ্যকর জীবনযাপন। এটাই তার দীপ্তিময় সৌন্দর্যের মূল দর্শন।