একজন সাধারণ কর্মীর জীবনের না বলা গল্প

অচেনা শ্রমেই দাঁড়ায় সমাজ

সমাজের প্রতিটি স্তম্ভ গড়ে ওঠে সাধারণ কর্মীর ঘাম ও পরিশ্রমের ওপর, অথচ তাদের গল্প অনেক সময় অজানা থেকে যায়। ভোর না হতেই তারা বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে—কেউ রোদে দাঁড়িয়ে রিকশা চালান, কেউ কারখানায় ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করেন, আবার কেউ ইটভাটায় ঘাম ঝরান পরিবারের মুখে হাসি ফোটাতে। তাঁদের স্বপ্ন ছোট হলেও সংগ্রাম বিশাল। অল্প আয়ে সংসার চালানো, সন্তানের পড়াশোনার খরচ যোগানো, কিংবা অসুস্থ মাকে ওষুধ কেনার চেষ্টা—এসবই তাঁদের প্রতিদিনের লড়াই। তবুও তাঁরা হাসেন, আশায় বুক বাঁধেন এবং আগামী দিনের স্বপ্ন বুনে চলেন। তাদের এই না বলা গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয়, সমাজের আসল নায়কেরা অনেক সময় অচেনা থেকে যান। সাধারণ কর্মীর পরিশ্রমই আমাদের শহর, বাজার আর জীবনকে সচল রাখে; তাঁদের অবদান ছাড়া সভ্যতার চাকা কখনো ঘুরত না।


Md shazedul Karim

81 ব্লগ পোস্ট

মন্তব্য