বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করলেন । ব্লুমবার্গ কর্তৃক প্রকাশিত বিলিয়নিয়ারদের

রোনালদোর আয়ের উৎস

২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো শুধুমাত্র বেতন থেকে উপার্জন করেছেন । এছাড়া নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি তাকে বছরে প্রায় আয় প্রদান করে।

২০২২ সালে রোনালদো ইউরোপীয় ফুটবলকে বিদায় দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন। এই চুক্তিতে করমুক্ত বেতন ছিল । সম্প্রতি তিনি আরও দুই বছরের নতুন চুক্তি করেছেন, যার মোট মূল্য ।

বিলিয়নিয়ার মর্যাদা ও ক্রীড়াজগতের প্রভাব

রোনালদোর এই অর্জন তাকে বস্কেটবল কিংবদন্তি , ম্যাজিক জনসন, লেব্রন জেমস, গলফার এবং টেনিস খেলোয়াড় –এর মতো ক্রীড়াবিদদের সঙ্গে এলিট ক্লাবে স্থান করে দিয়েছে।

মেসির তুলনা

অপরদিকে, –এর করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের এক ভাগ। যদিও দুইজনই সময়ের সেরা, এবার সম্পদের মাপকাঠিতে রোনালদো এককভাবে শীর্ষে।


Madison Colton

602 ब्लॉग पदों

टिप्पणियाँ