আমরা বড় হয়ে গেছি:
অনেক বড় হয়ে গেছি,এতো বড় হয়ে গেছি বাবাকে হারিয়েছে আমাকে একাকিত্ব দেখেছি।নিজের ওপর অনেক দায়িত্ব আসছে তা বুঝতে পারি।
ছোট ছিলাম অনেক আবদার বাবার ভালোবাসা মায়ের শাসনে সত্যিই অনেক ভালো ছিলাম।
বাবার ভালোবাসা:
ছোট থেকে বড় হয়েছি আমি কখনো দেখেনি বাবা আমাকে বা আমার বোনকে রেখে ভালো কিছু বা কোনো ফল মুখে তুলেছে।যদি রাস্তায় হাঁটার পথে গাছ থেকে কোনো ফল আম বড়ুই পাই তা নিজে না খেয়ে পকেটে বা হাতে করে আমার আর বোনের জন্য আনবে।
বৃষ্টির সময় বাসায় না থাকলে আমাকে কল দিয়ে বলবে আম্মু বৃষ্টিতে ভিজবা না জ্বর আসবে আর বোনকে নিয়ে চুপচাপ ঘরে বসে থাকো।
মায়ের ভালোবাসা:
মা আমাদের তার সকল আনন্দ বিলিয়ে দেই,রান্না বান্না করে অক্লান্ত শরীর নিয়েও আমাদের দেখাশোনা করে।আমাদের হাতে তুলে খাইয়ে দেই।আমাদের সকল কিছু বাহানা একমাত্র মায়ের কাছে।
মা মানেই এক অফুরন্ত ভালোবাসার ডাক।
বড় হয়ে উঠা:
এত কিছুর সমুন্নয়ে কবে যে বড় হয়ে উঠলাম,,বাবা মায়ের আদর বুঝি পর হবে এবার,, বিয়ের ডাক আসলো বিয়ে হলো, বাবার মায়া ছাড়া হলো না,শুশুর বাড়িও আপন হলো না,,এতো আদরের মেয়ে বুঝি কষ্ট নিয়ে পার হবে জীবন টেনশনে বুঝি বাবায় হারিয়ে গেলো।
আর বাবা হারিয়ে আমিও বড় হয়ে গেলাম।