শেখ হাসিনা সরকারের পতনের পর স্থবিরতা বিরাজ করছে আদালতে

সোমবার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের দুইদিন পর থেকে দেশটিতে অনির্দিষ্টকালের জন্য উচ্চ আদালতের দুই বিভ??

এদিকে, শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়েছে।

সেইসাথে, প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বেশ কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারী এবং সরকার বিরোধী আইনজীবীরা।

এছাড়া, পুলিশ না থাকায় নিরাপত্তাহীনতা ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে বিচারিক আদালতেও দেখা দিয়েছে স্থবিরতা।

তবে, গণঅভ্যুত্থানের সময় এ ধরনের অস্থিরতা, অচলাবস্থা তৈরি হওয়া স্বাভাবিক বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবীদের অনেকে।

সরকার পতনের এক দফা দাবিতে চলতি সপ্তাহের শুরু থেকেই আন্দোলনকারীরা বিক্ষোভ করছিল।

সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দেয় লাখ লাখ মানুষ, তাদের ওই কর্মসূচির মুখে এক পর্যায়ে পদত্যাগ করে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা।


Md Ashaduzzaman

67 블로그 게시물

코멘트