কম খরচে করে নিন হেয়ার স্পা

সবসময় পার্লারে যেয়ে হেয়ার স্পা করানো সম্ভব হয় না। যদি ঘরে বসেই খুব কম সময়ে ও অল্প খরচে হেয়ার স্পা করা যায়, তাহল?

ঘরে বসেই হেয়ার স্পা

হেয়ার স্পা এমন একটি প্রসেস যেখানে কয়েকটি স্টেপস ফলো করে হেয়ারের টোটাল কেয়ার করা হয়। এক্সট্রা নারিশমেন্ট পেতে বা ড্যামেজ হেয়ার রিপেয়ারের জন্য এই ট্রিটমেন্টটি খুবই কার্যকরী। এই প্রসেসের বেসিক ৩টি ধাপ হচ্ছে-

 
  • অয়েল ম্যাসাজিং
  • স্টিমিং
  • হেয়ার মাস্ক অ্যাপ্লাইয়িং

এই ৩টি স্টেপস ফলো করার মাধ্যমে রাফ হেয়ার রিপেয়ার করা যায় ইনস্ট্যান্টলি! যাদের হেয়ার টোটালি ফ্রিজি আর ড্যামেজড, তাদের জন্য এই হেয়ার স্পা ম্যাজিকের মতো কাজ করবে। তাই হেলদি ও শাইনি হেয়ার পেতে চাইলে ঘরে বসেই করে নিন হেয়ার স্পা। স্টেপগুলো দেখে নিন তাহলে।


Md Ashaduzzaman

67 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!