তুমি আমার জীবনের আলো, তুমি আমার ভালোবাসার কাহিনী। তুমি ছাড়া জীবন অন্ধকার, তুমি ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ।

প্রথম দেখা সেই দিনে,

মন হারিয়ে ফেলেছিলাম তোমার চোখের দীপ্তিতে।

হাসি তোমার মধুর সুরে,

মন গেঁথে গেয়??


Afnan Chowdhury

26 Blog mga post

Mga komento