সুলতান মালিক শাহ: সেলজুক সাম্রাজ্যের স্বর্ণযুগের শাসক

সুলতান মেলিক শাহ ছিলেন সেলজুক সম্রাজ্যের শক্তিশালী শাসক এবং সুলতান আল্প আরসালান'র পুত্র। তিনি ছিলেন সেলজু?

সুলতান মেলিক শাহ ছিলেন সেলজুক সম্রাজ্যের শক্তিশালী শাসক এবং সুলতান আল্প আরসালান'র পুত্র। তিনি ছিলেন সেলজুক সম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী শাসক।

তিনি সুলতান আল্প আরসালান এর মৃত্যুর পরে সুলতান হন। তার শাসনামল ছিল ১০৭২ থেকে ১০৯২ সাল পর্যন্ত। তিনি সেলজুক সম্রাজ্যের স্বর্ণযুগের শাসক হিসেবে পরিচিত। তার সময়ে শিক্ষা, বিজ্ঞান, কৃষি, বাণিজ্য এবং শিল্পের উন্নতি হয়েছিল। মালিক শাহের প্রধানমন্ত্রী ছিলেন নিজাম-উল-মূলক। তিনি সম্রাজ্যেকে অত্যন্ত দক্ষ ভাবে পরিচালনায় সুলতানকে সাহায্য করেছিলেন। তার সহযোগীতায় সুলতান মালিক শাহ নিপূণতার সাথে রাষ্ট্র পরিচালনা করেন। 

১০৯২ সালে সেলজুকদের এই মহান নেতা ইন্তেকাল করেন।


Shuvo Khan

26 Blog mga post

Mga komento