আমদের গ্রাম

স্মৃতিময় গ্রাম

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট গ্রাম। ছায়া ঢাকা মায়াভরা ছোট্ট সুন্দর শান্তশিষ্ট একটি গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটি নদী। এখানে মানুষদের ভিতরে ভেদাভেদ নাই মারামারি গন্ডগোল নাই এরা অনেক বেশি শান্তিপ্রিয়। সভ্যতার এই চরম উন্নতির যুগে হয়তো সব উন্নয়নের ছোঁয়া এই গ্রামে আসেনি কিন্তু এখানকার মানুষ এখন অনেক সুখী জীবন যাপন করে। ফজরের আজান হলেই মানুষ মসজিদে আসে একসাথে

নামাজ আদায় করে। তারপর মানুষ প্রাতঃভ্রমণে বের হয়। একটু মিষ্টি মধুর আবহাওয়া। সুন্দর পরিবেশ। তারপর আস্তে আস্তে আরো সকাল হলে পাখিরা বের হয় কিচির মিচির পাখির ডাক শোনা যায়। মানুষ তার নিজের কাজে যায়। এই এলাকার মানুষের প্রধান পেশা হল মাছ। কেউ মাছ ধরে, কেউ মাছ চাষ করে, কেউ মাছের হ্যাচারি করে, কেউ মাথায় ঘের করে। এছাড়াও অনেকের মুদি দোকান আছে। ছোটখাটো ব্যবসা, অল্প আয়, সন্তুষ্ট জীবন আর কি লাগে। একটি ছবির মত সুন্দর এই গ্রাম।

যেন জসীমউদ্দীনের নিমন্ত্রণ কবিতার মত -

"তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়" 

অথবা বন্দে আলী মিয়ার মত আমাদের গ্রাম কবিতার মত -

"আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর

থাকে সেথা সবে মিলে নাহি কেহ পর

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই

একসাথে খেলি আর পাঠসালে যাই"

বেচে থাকুক এমন হাজার‍ও  গ্রাম।


Adeel Hossain

242 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!