আদৌও কি মেয়েদের নিরাপত্তা আছে?

নারীরাই নারীদের শত্রু

যেখানে একটা মেয়ে তার আরেকটা মেয়ে কলিগের কাছে নিরাপদ নয়, সেখানে ছেলেদের কাছে নিরাপদ থাকার কোন প্রশ্নই ওঠে না। আজ নিজে একজন মেয়ে হয়ে খুব লজ্জিত । মানুষ কি করে এতোটা অমানবিক হতে পারে ছিঃ ___

 

যেসকল মেয়েরা পুরুষের সঙ্গ পছন্দ করে তাদের প্রতি সতর্কবার্তা থাকবে তারা যেন সঙ্গ ত্যাগ করে। সেটা হতে পারে আপনার ছেলে ফ্রেন্ড, বেস্টফ্রেন্ড, কলেজমেট বা ভার্সিটির বড়ভাই ইত্যাদি।  

 

অন্যদের প্রতি আহ্বান থাকবে নারীরা মায়ের জাত, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করবেন ।কোন খারাপ আচরণ করার আগে মনে রাখতে হবে এই নারীও কিন্তু কারো না কারো মা, আদরের ছোটবোন । 

 

আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত । নারীদের বেড়ে ওঠার অনুকূল পরিবেশ তৈরি করে দিতে হবে৷ সংস্কৃতির পরিচর্চা , ধর্মীয় চর্চা করতে হবে এবং ইভটিজিং, ধর্ষণ , হয়রানির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।


Hoimonti Shukla

137 ブログ 投稿

コメント
shohidul22 1 よ

Thanks