গল্প : লকেটের কান্না
ঠাকুরমার মৃত্যুর পর তার গয়নার বাক্স থেকে একটা সুন্দর রুপোর লকেট পেয়েছিল সোমা। লকেটটা খুললেই ভেতরে একটা ছোট্ট আয়না। সোমা ওটা গলায় পরার পর থেকেই একটা চাপা কান্নার শব্দ শুনতে পেত, বিশেষ করে রাতে। শব্দটা যেন লকেটের ভেতর থেকেই আসত। সে যখনই লকেটটা খুলে আয়নার দিকে তাকাত, দেখত তার নিজের প্রতিবিম্ব নয়, এক অপরিচিত, দুঃখী মেয়ের মুখ ভেসে উঠছে। একদিন রাতে কান্নার শব্দটা এত তীব্র হলো যে, সোমার ঘুম ভেঙে গেল। সে দেখল, লকেটটা তার গলা থেকে নিজে থেকেই খুলে বিছানার ওপর পড়ে আছে এবং তার ভেতর থেকে একটা ধোঁয়ার মতো অবয়ব বেরিয়ে এসে ঘরের কোণে দাঁড়িয়ে কাঁদছে। সেই অবয়বটা ছিল ঠিক লকেটের আয়নায় দেখা মেয়েটির মতো।
#hauntedlocket #অভিশপ্তগয়না #ভৌতিককাহিনী #অতৃপ্তআত্মা #হররগল্প
গল্প : যে গাছে রক্ত ঝরে
জঙ্গল সাফ করার জন্য একদল ঠিকাদার এসেছিল। জঙ্গলের ঠিক মাঝখানে ছিল এক বিশাল বটগাছ, যেটাকে গ্রামের লোকেরা দেবতা বলে পুজো করত। ঠিকাদাররা গাছটা কাটার জন্য লোক লাগাল। প্রথমবার কুড়ুল দিয়ে ঘা মারতেই গাছের গা থেকে টকটকে লাল রঙের এক তরল পদার্থ বেরিয়ে আসতে লাগল, ঠিক যেন রক্ত। শ্রমিকরা ভয় পেয়ে গেলেও টাকার লোভে আবার ঘা মারল। এবার গাছের ভেতর থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ বেরিয়ে এলো আর গোটা জঙ্গল কেঁপে উঠল। গাছের ডালপালাগুলো জীবন্ত সাপের মতো শ্রমিকদের পেঁচিয়ে ধরতে লাগল। যারা পালাতে পেরেছিল, তারা পেছনে তাকিয়ে দেখল, গাছের কোটর থেকে দুটো লাল চোখ তাদের দিকে তাকিয়ে জ্বলছে।
#গাছেরভূত #রক্তঝরাগাছ #অভিশপ্তজঙ্গল #গ্রামেরভয় #naturehorror
Mir Abs Shawon
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?