ঠিক
---
এক গ্রামের স্বপ্নবাজ ছেলে
সবুজ শ্যামল একটি গ্রাম, নাম তার চন্দ্রপুর। ছোট নদী, খালের কলকল ধ্বনি আর পাখির কূজন মিলিয়ে গ্রামটি ছিল যেন এক টুকরো স্বর্গ। সেই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারে জন্ম নেয় রহিম নামের এক ছেলে। রহিম ছিল পরিবারের একমাত্র সন্তান। তার বাবা সারাদিন মাঠে কাজ করতেন, মা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকতেন। সংসারে অভাব-অনটন লেগেই থাকত, তবুও তারা ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার স্বপ্ন দেখতেন।
রহিম ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনোযোগী ছিল। মাটির ঘরে টিমটিমে কেরোসিনের আলোয় বসে সে বই পড়ত। অনেক সময় খাতা-কলম কেনার টাকাও জুটত না, তবুও সে হাল ছাড়ত না। ভাঙা পেন্সিলের টুকরো দিয়েই সে লিখে যেত। শিক্ষকরা বলতেন, “এই ছেলেটি একদিন অনেক বড় হবে।”
তবে গ্রামের অনেকেই তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলত, “এত পড়াশোনা করে কী হবে? শেষে তো বাবার মতো ক্ষেতেই কাজ করতে হবে।” কিন্তু রহিম কখনো তাদের কথায় কান দিত না। তার বিশ্বাস ছিল—শিক্ষাই তাকে নতুন পথে নিয়ে যাবে।
একদিন গ্রামের স্কুলে এক প্রতিযোগিতা হলো। বিষয় ছিল—“আমাদের স্বপ্নের বাংলাদেশ।” রহিম সেই রচনায় নিজের মনের কথা লিখল। সে লিখল, একদিন সে বড় হয়ে ডাক্তার হবে। গ্রামের গরিব মানুষ যারা টাকা না থাকায় চিকিৎসা পায় না, তাদের সে বিনা মূল্যে সেবা দেবে। রচনা পড়ে শিক্ষকরা অবাক হয়ে গেলেন। তারা অনুভব করলেন, ছেলেটির স্বপ্ন শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য।
কিন্তু পথ সহজ ছিল না। অষ্টম শ্রেণি পেরোনোর পর বাবার পক্ষে পড়াশোনার খরচ জোগানো কঠিন হয়ে পড়ল। পরিবারে নিত্য অভাব। অনেক সময় রাতের খাবারও ঠিকমতো জুটত না। বাবা চাইলেন, রহিম যেন পড়াশোনা ছেড়ে কাজে লেগে যায়। কিন্তু রহিম অনড়—সে পড়াশোনা ছাড়বে না। অবশেষে সে সিদ্ধান্ত নিল, সকালে ও বিকেলে টিউশন পড়িয়ে যা আয় হবে, তা দিয়েই নিজের পড়াশোনার খরচ চালাবে।
এভাবেই কঠোর পরিশ্রম আর সংগ্রামের মাধ্যমে রহিম স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বের হওয়ার দিন স্কুলের মাঠে সবার ভিড় জমল। রহিম যখন শুনল সে জিপিএ-৫ পেয়েছে, তখন তার চোখে আনন্দের অশ্রু ঝরল। বাবা-মাও গর্বে ভরে উঠলেন। যাদের একসময় ঠাট্টা করত তারা এসে এখন অভিনন্দন জানাচ্ছিল।
এরপর রহিম কলেজে ভর্তি হলো। কলেজ জীবনে এসে সে আরও কঠোর পরিশ্রম করতে লাগল। দিনে ক্লাস, রাতে পড়াশোনা, আর ফাঁকে ফাঁকে টিউশনি—এভাবেই চলছিল তার জীবন। অনেক সময় বন্ধুদের মতো সে ঘুরতে যেত না, নতুন জামা-কাপড়ও কিনতে পারত না। কিন্তু স্বপ্নের পথে চলতে গিয়ে এসব তার