মুসলিম নারী কেমন হবে?
এক হি*ন্দু বললোঃ "তগো মুসলিম নারীগো তো আমরা খেয়ে দিচ্ছি"!!!
আমি বললামঃ "কে মুসলিম? যাদের খাচ্ছিস তারা তো আমাদের কেহ নয়।
হিজাব তো মিয়া খলিফাও পড়ে আবার আফিয়া সিদ্দিকাও পড়ে।
[মিয়া খলিফা-পর্ন তারকা] আর আফিয়া সিদ্দিকার মধ্যে তফাৎ করতে না পারলে বেশ্যা আর মু'মিনা চিনবি কেমনে?
হিন্দুটি বললোঃ তোদের মুসলিম নারীর চরিত্র কেমন? কিভাবে চিনবো?
আমি বললামঃ সহীহ মুসলিম (ইঃ ফাঃ) ৪৫৩০ নং হাদিস দেখ।
হিন্দু হাদিস বাহির করে একটা লাইনে আটকিয়ে গেলো,
লাইনটা ছিলো উম্মে সুলায়ম রাঃ এর মুখে উচ্চারিত।
রাসূল (সাঃ) জিজ্ঞেস করলেনঃ এ ছোরা কিসের জন্য?
তখন সুলায়ম (রাঃ) বললেন-
এটি এজন্য নিয়েছি যদি কোন বিধর্মী মুশরিক আমার কাছাকাছি আসে,
তবে এ দিয়ে আমি তার পেট চি(র ফেল(বা।
হিন্দুটি এই লাইনটি পড়ে থরথর করে কাপতে লাগলো।
আমি বললামঃ এই হলো আমাদের মুসলিম নারীদের চরিত্র।আর যাকে খাচ্ছিস ওটা বড়জোর মিয়া খলিফা টাইপের।
এই নারী আমাদের নয়,
আমরা আমাদের নারীদের ইজ্জত রক্ষার্থে বনু কাইনুকা বানাইছিলাম,
কিন্তু এই নারী আমাদের নয়।
আমাদের নারীরা উম্মে সুলায়ম হবে কবে বলো আর?
নিজের কলিজা ছি(ড় নয়,
শপথ করিবে মুশরিকদের কলিজা ছি(ড় ফেলার।
🗡️
লেখা: সংগৃহীত
Jannatul Ferdous
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?