মুমিনকে গালি দেওয়া বৈধ কিনা? অধিকাংশ আলেমের মতে, কোনো মুমিনকে গালি দেওয়া কবীরা গুনাহ্। যেমন: হজরত ইবনে মাসউদ (রা) বলেন ;কাউকে গালি দিলে তার কাছে ক্ষমা চাওয়া ব্যতীত কবীরা গুনাহ্ মার্জনা হয় না। তবে যাকে গালি দেওয়া হয় তার সাক্ষাৎ না পেলে আন্তরিক ভাবে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে।
সহিহ আল-বুখারি, হাদিস নম্বর 48
সহিহ মুসলিম, হাদিস নম্বর 64
Jannatul Ferdous
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?