ভাই এই সাইড হচ্ছে প্রতারক অনেক কষ্ট করে কাজ করেছি আজ তিন দিন হয়ে গেল এখন আমার পেমেন্ট দেয় না তোমরা কেউ এই সাইডের কাজ করো না আর টাকা দেবে কিনা তাও আজ শিওর নাই যদি কোনদিন টাকা দেয় তবে আমি আপনাদের আবার জানাবো দয়া করে কেউ এই সাইডে কাজ করো না টাকা দেয় না এরা আমি তাদের সাপোর্টে যোগাযোগ করছিলাম ২৪ ঘন্টা সময় চাইছিল কিন্তু টাকা দেয়নি তিন দিন হয়ে গেল