বিকেলের রোদ কাঁচে গুঁড়ো হয়ে ঝরে,
তোমার শরীরে শ্যাওলা-রঙা ঘোর।
মনখারাপেরা ঠিকানা খুঁজে ফেরে,
নিস্তব্ধ ঠোঁটে কথার মহীধর।
যার স্মৃতিটুকু অনন্য সম্বল,
তাকে তো পাওয়া হলো না কভু আর।
শুধু তার রেশ লেগে থাকে অনর্গল
আমার আমির নিঃসঙ্গ পারাপার।
এ কোনো বিচ্ছেদ নয়, নয় অবহেলা,
এ এক নিজস্ব শোক পালনের রীতি।
বুকের গভীরে পুষে রাখা এক খেলা
এক অসম্ভব প্রেমের অপমৃত্যু-স্মৃতি।
Bikash Lakra
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟