গল্পের নাম: ছোট্ট পায়রার বড় সাহস
একটি ছোট্ট পায়রা ছিল, নাম তার “সাদা"। সে ছিল খুব দুর্বল ও ভীতু। আকাশে উড়তে গেলেই ভয় পেত—"যদি পড়ে যাই? যদি ঝড় আসে?"—এই ভাবনায় সে গাছের ডালে বসেই দিন কাটাতো।
একদিন আকাশে ঘন কালো মেঘ জমলো। অন্য সব পাখি উড়ে নিরাপদ জায়গায় চলে গেল, কিন্তু সাদা তখনো গাছে। হঠাৎ এক তীব্র ঝড় শুরু হলো। গাছ দুলতে লাগলো, ডাল ভেঙে পড়তে লাগলো।
সাদা বুঝতে পারলো, আর দেরি করলে প্রাণ যাবে। সাহস করে ডানা মেললো। প্রথমে একটু কেঁপে উঠলো, কিন্তু ধীরে ধীরে সে উড়তে শুরু করলো—ঝড়ের মধ্যেই! বাতাসের বিপরীতে লড়াই করে সে উড়ে চললো, যতক্ষণ না সে এক নিরাপদ জায়গায় পৌঁছে গেল।
সেদিনের পর থেকে সাদা আর ভয় পায় না। সে জানে, সাহস থাকলে দুর্বল পাখিও ঝড়ের মুখে উড়তে পারে।
Md Salmoon khan
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?