৯৬.
وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٍۢ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ ۚ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍۢ ۖ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِۦ مِنَ ٱلْعَذَابِ أَن يُعَمَّرَ ۗ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ
তুমি অবশ্যই তাদেরকে দেখবে জীবনের প্রতি সবচেয়ে বেশি লোভী—মুশরিকদের থেকেও বেশি। তাদের কেউ চায়, যদি সে হাজার বছর জীবিত থাকতে পারত! অথচ দীর্ঘ জীবন তাকে আযাব থেকে দূরে রাখতে পারবে না। আর আল্লাহ তাদের কর্মকাণ্ড দেখছেন।
-- সুরা আল-বাকারা (আয়াত ৯৬ )