গল্প : শেষ ট্রেনের যাত্রী
প্রথম পাঠ
অনির্বাণ সেন একজন রেলওয়ে কর্মচারী। তার পোস্টিং হয়েছে এক ছোট, নিরিবিলি স্টেশনে, যার নাম পলাশপুর। স্টেশনটা শহর থেকে বেশ দূরে, চারপাশে শুধু দিগন্তবিস্তৃত মাঠ আর জঙ্গল। দিনে কয়েকটা লোকাল ট্রেন থামে, কিন্তু রাত ন'টার পর শেষ ট্রেনটা চলে গেলে স্টেশনটা একেবারে জনশূন্য হয়ে যায়। একাই ডিউটি করতে হয় অনির্বাণকে। প্রথম প্রথম তার বেশ ভালোই লাগত এই শান্ত পরিবেশ। কিন্তু কিছুদিন যেতেই সে বুঝতে পারল, এই নিস্তব্ধতা আসলে স্বাভাবিক নয়। রাতের বেলা স্টেশনটা কেমন যেন ভুতুড়ে হয়ে ওঠে। প্ল্যাটফর্মের আবছা আলোয় দূরের জঙ্গলটাকে দেখলে মনে হয়, ওখান থেকে কেউ যেন তাকে লক্ষ্য করছে। একদিন রাতে শেষ ট্রেনটা চলে যাওয়ার পর সে স্টেশন মাস্টারের ঘরে বসে খাতা-কলম নিয়ে কাজ করছিল। হঠাৎ তার কানে এলো, প্ল্যাটফর্মে কেউ যেন হাঁটছে। কিন্তু এত রাতে তো স্টেশনে কারও থাকার কথা নয়। সে বেরিয়ে এসে দেখল, প্ল্যাটফর্ম ফাঁকা। হয়তো কোনো কুকুর-বেড়াল হবে ভেবে সে আবার ঘরে ফিরে এলো।
কিন্তু পলাশপুরের রাতের নিস্তব্ধতা যে আসলে শূন্যতা নয়, বরং কোনো অশরীরী উপস্থিতির আবরণ, তা সে টের পেতে শুরু করেছিল মাত্র।
#রহস্যময় গল্প 😱😱😱
JHuma771
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟