আদনান প্রতিদিন গুনাহ করত, কিন্তু এক রাতে কোরআনের এই আয়াত পড়ল: “আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।” চোখে জল চলে এলো। সেজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে জানত, এখনও দেরি হয়নি। সেই রাত থেকে শুরু হলো তার নতুন জীবন।
নামাজের পরে রাফি আল্লাহর কাছে দোয়া করল, “হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও।” পরদিন এক বৃদ্ধ লোক তার দোকানে এলো এবং বলল, “তুমি খুব ভালো ব্যবহার করো, তাই আমি তোমার দোকানে মাল সরবরাহ করতে চাই।” রাফি বুঝল, আল্লাহর রহমত কখন কিভাবে আসে, কেউ জানে না।
রাহুল গ্রামের ছেলে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখত শহরে গিয়ে বড় কিছু হবে। অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করে শহরে চাকরি পেল। একদিন গ্রামের বাড়ি ফিরে দেখে মা অসুস্থ, ওষুধ কেনার টাকাও নেই। রাহুল সব ছেড়ে মায়ের পাশে থাকল। মায়ের হাসিমাখা মুখ দেখে বুঝল—সবচেয়ে বড় সাফল্য ভালোবাসা আর দায়িত্ব।
tamimahmod123
删除评论
您确定要删除此评论吗?
Affiya Jannat
删除评论
您确定要删除此评论吗?