রাহুল গ্রামের ছেলে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখত শহরে গিয়ে বড় কিছু হবে। অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করে শহরে চাকরি পেল। একদিন গ্রামের বাড়ি ফিরে দেখে মা অসুস্থ, ওষুধ কেনার টাকাও নেই। রাহুল সব ছেড়ে মায়ের পাশে থাকল। মায়ের হাসিমাখা মুখ দেখে বুঝল—সবচেয়ে বড় সাফল্য ভালোবাসা আর দায়িত্ব।
tamimahmod123
Deletar comentário
Deletar comentário ?