"পেছনে যারা কথা বলে, তারা আসলে সামনে আসার সাহস রাখে না।
তাদের কাজই হলো অন্যের আলো দেখলে চোখে আগুন জ্বালা।
আমি জানি—কারা মুখে হাসে, আর মনে বিষ রাখে।
তোমাদের শব্দ আমার রাস্তায় বাধা নয়, বরং প্রমাণ—
তোমরা আমার পিছনে আছো, সামনে নয়।
যাদের সময় নেই নিজের জীবন গড়তে,
তাদেরই কাজ অন্যের জীবন নিয়ে চর্চা করা।"