জীবন তার গতি বদলাবে, অথচ তোমায় আর ভোলা হবে না!
তোমাকে না পাওয়ার আক্ষেপ তখনও ফুরাবে না.!
ঠিক যখন মনে পড়বে, তোমায় আমি পাই নি;
আমি বোধহয় সেই একুশের তরুণের মত ফুঁপিয়ে কেঁদে উঠব!
তোমার শূন্যতা আমাকে হয়ত সর্বহারা পথশিশুর মত অসহায় করে তুলবে!
তোমার ছোট ছোট স্মৃতিগুলো আঘাত করবে হৃৎপিণ্ডে।
আমার তখনও খুব ইচ্ছে হবে-
তুমি আমার খোঁজ নাও, আমায় স্বান্তনা দাও, অনুপ্রেরণা দাও, আমায় আবার ভালোবাসো।
তখনও একটা মূহুর্তের জন্যও তোমায় পাবো না।
এর চেয়ে যন্ত্রণা আর কী হতে পারে! ❤️🩹
জানালা খুললেই যে আকাশ টা দেখা যায় সেই আকাশের মালিকের সাথে আমি প্রায়ই কথা বলি। আমি জানি কখনো উত্তর আসবেনা। তবুও বলি।
কথা জমে গেলে আর কথা থাকে না। মানুষের একটা বড় অক্ষমতা হলো; মানুষ সময়ের কথা সময় মত বলতে না পারলে পরবর্তীতে সেই কথা বলার স্বাদ হারিয়ে ফেলে।
তাই আমার মনে হয় কথা বলা জরুরী। যে আকাশের মালিক আমার কথা শুনলো, সে মূলত আমার দীর্ঘশ্বাস গুলো নিজের করে নিলো।
বিমানবন্দরে অলৌকিক এক ঘটনা😲 কুদরতি ইশারায় এক হাজির জন্য দু-দুবার বিমান অবতরণ করলেন পাইলট...অবশেষে বুঝতে পারলেন কেনো বিমান উড়াতে পারছেন না। আল্লাহু আকবার #unfreezemyacount #raj_md_sohag10 #viralpost2025 #fyp #videoviral #foryou #follow
এই গানের সবচেয়ে ভয়ঙ্কর হইলো শেষের অন্তরটা।
আমার সেই এক চেহারাই আছে।
তোমারও সেই আগের চেহারাই আছে।
খালি মাঝখান থেকে আমরা দুজনেই কোথায় যেন হারাইয়া গেলাম, হারাইয়া ফেললাম নিজেদের।
ভালোবাসা আমাদের জন্য যেমন জরুরি ছিলো, তেমনি জরুরি ছিলো আমাদের এই বিচ্ছেদও!!
এই গানটা শোনার পর আমার ধারণা, পাথর হৃদয়ের একটা মানুষের ভেতরটাও হুহু কইরা উঠে। রাহাত ফাতেহ আলী খানের সুর আর এই অসাধারন নান্দনিক কষ্টের লিরিক্স আপনারে নিয়ে যাবে পৃথিবীর বাইরের কোন এক নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগারে।
#reelth#
তোমার সঙ্গে দেখা করার পর হঠাৎ করে যখন তোমার গন্ধটা আবার পাই, মনে হয় যেন তুমি এখানেই আছো, আমার কাছে। সেই মিষ্টি গন্ধ আমাকে মুহূর্তের জন্য আবার সেই স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যায়, যেখানে তোমার হাসি, তোমার স্পর্শ আর তোমার চোখের মায়া ছিল। 🌸❤️
এটা এমন একটা অনুভূতি, যা বলে—তুমি শুধু স্মৃতিতে নয়, আমার অস্তিত্বের মধ্যেও থেকে গেছো।