আমার মধ্যে দারুণ একটা পরিবর্তন খেয়াল করছি। আমি দেখছি ইদানীং মন খারাপ হলে খুব বেশি একটা বিষন্ন হয়ে চুপচাপ বসে থাকি না। আমি সবার সাথে ঠিকঠাক কথা বলি, আমি মানুষের সাথে হাসি।
চলার পথে যখন কোনো সমস্যার মুখোমুখি হই, চারপাশে তাকিয়ে দেখি আমার জন্য কেউ দাঁড়িয়ে নেই। তখন আমি একাই সেই সমস্যার মোকাবেলা করি অথবা এড়িয়ে যাই; ভাবি যা হবার তো হবেই, বিপদ আমার জন্য নতুন কিছু না।
অন্ধকার কে যে ভালোবাসলো তার ঝড়-তুফানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। @highlight
যাচ্ছে!! যেভাবে চেয়েছি সেভাবে জীবন না চললেও, কেটে যাচ্ছে। কত স্বপ্নই দেখেছি; কোনো স্বপ্ন পূরণ না হলেও, বড় হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়িই পূরণ হয়েছে।
এত দায়িত্ব আমার দিকে হা করে তাকিয়ে আছে যে আর কোনো দিকে তাকাতেই পারিনা। দায়িত্ব মনে করিয়ে দেয় স্বপ্ন দেখার বয়স পেড়িয়ে গেছে।
জীবনের কাছে বেশি কিছু চাওয়া ছিলোনা। শুধু শান্তি টাই আমি সবসময় চেয়েছি। জীবন আমাকে শান্তি তো দিলোই না, যতটা শান্তি চেয়েছি তার দ্বিগুণ অশান্তি দিয়েছে। জীবন টা এমন হওয়ার কথা ছিলোনা।
🌷জীবনে কত মানুষ হারাইলাম, কত মানুষের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল🥹,, আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই,, কত কাছের আত্মীয়-স্বজনের সাথেও দূরত্বের সম্পর্কে মত হয়ে গেছে,কত রক্তের সম্পর্কের মানুষের সাথে মুখোমুখি হলেও কথা হয় না"কত ভালো বন্ধুদের সাথে আজ যোগাযোগ নেই " যে যার মত করে বেঁচে আছে, জীবনটাই এক সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না..?ইচ্ছে করলেই কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না.. 😅😔
জীবন দিলা কান্চা বাশে খাচারী মতো যত্ন নেওয়ার আগেই তা ভাঙ্গে অভিরত !! 😔💔
#pageviralシ゚ #viewersfriendsfollowers #fypシ゚viralシ #viralpost2024 #mizanur_rahman_azhari_waz #foryoupagе #banglacaption #everyonefollowers #new #fyp
Trash Queen
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
MD Nafis islan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?