ঘড়ি
ঘটনা
ব্লগ
বাজার
পাতা
আরও
Posts
ব্যবহারকারীদের
গ্রুপ
ফোরাম
সিনেমা
চাকরি
তহবিল
আসলে এইসব আয়োজন তোমার প্রেমের জন্য, ভেবে দেখো জীবনটা মোর করবে তুমি ধন্য।
এতক্ষণে এলে তুমি, এতক্ষণে এলে? আমায় তবে সরিয়ে দূরে, কি সুখ তুমি পেলে?
এ প্রনয়ে কথা দিলাম সূর্য চন্দ্র তারা, সাক্ষী থেকো মরন যেন হয় না তোমায় ছাড়া।
ভালোবাসা নিয়ে তুমি করলে কেন খেলা এ ভাবেই ভুলবে যদি পরালে কেন মালা ।
অনেক কথা বলার ছিল আজকের এই রাতে এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে ।
চাইলেই কি মনের মত মনকে সবাই পায় ? জীবন খাতায় অনেক কিছুই শুন্য রয়ে যায় ।
কত তোমায় চিঠি দিলাম, দিলে না কেন জবাব এমন করে ছলনা করা মেয়েদের কি স্বভাব ।
তোমার মত আমি যদি পেতাম জীবন সাথী, আমার চেয়ে কে আর বলো হতো বেশী সুখী ।
মনের কথা বলি কারে, মনের মানুষ পাই না যাকে বলবো ভাবি, বলা তো আর হয় না ।
চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে, ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে ।
আর ঢুকাও
আপনি আইটেমগুলি ক্রয় করতে চলেছেন, আপনি কি এগিয়ে যেতে চান?