घड़ी
आयोजन
ब्लॉग
बाज़ार
पृष्ठों
अधिक
Posts
उपयोगकर्ताओं
समूह
मंच
चलचित्र
नौकरियां
फंडिंग
তুমি আছো তাই, রং ছড়িয়ে যাই। তুমি না থাকলে হায়, কী হবে আমার?!
ধন্যবাদ প্রিয়! আমার জীবনটাকে এত অর্থবহ করে তোলার জন্য।
আজ তুমি আছো বলে, আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে। তুমি না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম।
তোমার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়।
মন তো চায় হারিয়ে যাই তোমার সাথে। বহু অজানায়, অচেনা এক জায়গায়। যেখানে আমাদের আর কেউ খুজে পাবে না। খুঁজে পাবে না কোন মন্দ শক্তি।
ব্যর্থতার নিষাদ কালোয় যখন ডুবেছিল আমার জীবন, তুমি আমাকে ছুঁয়ে দিলে রূপকথার নেশায়।
আজ গাছে গাছে ফুল ফুটছে। গাছে গাছে পাখিরা কিচিরমিচির জুড়ে দিয়েছে, তোমার নাম ধরে!
আমার এই জীবন তো তোমাকেই উৎসর্গ করেছি প্রিয়!
ভালোবাসি বলতে গিয়েও থেমে যাই বারবার। কারণ, তুমি যদি রাগ করো!
আমার এই জীবন তোমার হোক। তোমার ওই জীবন আমার হোক।
और लोड करें
आप आइटम खरीदने वाले हैं, क्या आप आगे बढ़ना चाहते हैं?