ইনশাআল্লাহ
যে পড়ে দিবে আপনার ও সু সংবাদ আসবে।🤲 আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩বার👉
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।🤲
পড়া শেষে আমিন লিখার অনুরোধ রইলো
আমার জন্যে ও দোয়া করবেন,
আমি হারাম কোন সম্পর্কে নাই। আমি একজনকে অনেক ভালোবাসি, হালাল ভাবেই চাই। তাকে যেনো জীবন সঙ্গী হিসেবে পাই আল্লাহ চাইলে ই সম্ভব ।আমার মন তাকে ছাড়া আর কাউকে চায় না। আল্লাহ যেনো তাকে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর করে দেন। আলৌকিক ভাবে আল্লাহ যেনো তার মনটা নরম করে দেন আমার প্রতি মায়া মোহাব্বত বাড়িয়ে দেন " আমার জন্য আপনারা সবাই এক্টু দোয়া করবেন, আল্লাহ যেন ওই মানুষটা কে আমায় দান করে,
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু।’
ইয়া জালজালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়ু ইয়া কায়ুম।
mdtarek41
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟