ইনশাআল্লাহ
যে পড়ে দিবে আপনার ও সু সংবাদ আসবে।🤲 আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ, সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩বার👉
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।🤲
পড়া শেষে আমিন লিখার অনুরোধ রইলো
আমার জন্যে ও দোয়া করবেন,
আমি হারাম কোন সম্পর্কে নাই। আমি একজনকে অনেক ভালোবাসি, হালাল ভাবেই চাই। তাকে যেনো জীবন সঙ্গী হিসেবে পাই আল্লাহ চাইলে ই সম্ভব ।আমার মন তাকে ছাড়া আর কাউকে চায় না। আল্লাহ যেনো তাকে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর করে দেন। আলৌকিক ভাবে আল্লাহ যেনো তার মনটা নরম করে দেন আমার প্রতি মায়া মোহাব্বত বাড়িয়ে দেন " আমার জন্য আপনারা সবাই এক্টু দোয়া করবেন, আল্লাহ যেন ওই মানুষটা কে আমায় দান করে,
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু।’
ইয়া জালজালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়ু ইয়া কায়ুম।
mdtarek41
Deletar comentário
Deletar comentário ?