টিফিনের প্রেম
রাহুল কলেজে সবসময় চুপচাপ থাকত। ক্লাসে নোট নেওয়া আর লাইব্রেরিতে বসে পড়াশোনা করা— এই ছিল তার রুটিন। কিন্তু ওর চোখ সবসময় খুঁজে বেড়াত একজনকেই— শ্রেয়া।
শ্রেয়ার হাসি নাকি পুরো ক্লাসের এনার্জি বাড়িয়ে দেয়, এমনটাই সবাই বলে। কিন্তু রাহুলের সমস্যা হলো, ও মুখ ফুটে কিছুই বলতে পারে না।
একদিন টিফিন ব্রেকে শ্রেয়া হঠাৎ রাহুলের পাশে এসে বসলো। হাতে আলুর চপ।
— “খাবেন?” শ্রেয়ার হঠাৎ প্রশ্নে রাহুল প্রায় গলা শুকিয়ে ফেলল।
— “আ..আ..হ্যাঁ..”
সেই একদিনের আলুর চপ ভাগাভাগি করেই গল্প শুরু। প্রথমে নোট শেয়ার, তারপর একসাথে লাইব্রেরি, তারপর কলেজের ক্যান্টিনে সিঙ্গারা। ধীরে ধীরে দু’জনেই বুঝতে পারল, এই বন্ধুত্বটা একটু অন্যরকম।
কিন্তু প্রেমের কথা বলবে কে? রাহুলের সাহস নেই, শ্রেয়ারও অপেক্ষা করছে।
একদিন শ্রেয়া হেসে বলল—
— “তুমি না, একদম বোকার হদ্দ। এতদিন ধরে ইঙ্গিত দিচ্ছি, তবু কিছু বলছো না!”
রাহুল তো হতবাক— “মানে?”
শ্রেয়া লাজুকভাবে উত্তর দিল—
— “মানে... আলুর চপ ভাগাভাগি করতে করতে আমি তো তোমাকেই পছন্দ করে ফেলেছি।”
রাহুলের আর কিছু বলার প্রয়োজন হলো না। দুজনের হাসি আর সেই গরম গরম সিঙ্গারার গন্ধে কলেজ ক্যান্টিনটা হঠাৎ যেন অন্যরকম লাগছিল।