ছেলেটার নাম আদর,বাসা২ নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন এর সাত পাই গ্রাম এর সাইদার এর ছেলে একজন থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক।প্রবাসী কোটি কোটি টাকা ধোকা দিয়ে হাতিয়ে নিয়েছে। সেই নাকি প্রতি মাসে মোটর সাইকেল পরির্বতন করে থাকে। এর বাবা একজন দিন মজুর। অবৈধ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় জমি নিয়ে। এসব থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক রা দেশ ও জাতের শ'ত্রু। এরা সমাজের জন্য ক্যা'ন্সার।এদেরকে যত তাড়াতাড়ি নির্মূল করা হবে ততো সমাজের জন্য ভালো হবে।এসব থাই জুয়া'রী ও ভিসা প্রতা'রক দেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতা আনা উচিত।
Saeid Islam
Deletar comentário
Deletar comentário ?