12 که در ·ترجمه کردن

শবনম

প্রেমের উপন্যাসের তালিকা করলে বাংলায় রচিত 'শবনম' শীর্ষে থাকবে। নায়িকার নামে উপন্যাসের নাম। একজন তুর্কি বংশোদ্ভূত আফগান বড়লোকের একমাত্র মেয়ের সঙ্গে এক বাঙালি যুবকের প্রেমকাহিনী নিয়ে 'শবনম' উপন্যাসটি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। কেউ কেউ বলে থাকেন, বাঙালি তরুণ-তরুণীদের প্রেমে পড়ার পূর্বে 'শবনম' উপন্যাসটি পড়ে নেওয়া উচিৎ। 'শবনম' কলকাতার একটি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল বইয়ের কাহিনি যা ১৯৬০ সালে প্রকাশ হয়।

উপন্যাসের নায়ক মজনূনের সাথে শবনমের প্রথম দেখা হয় অস্থিতিশীল আফগানিস্তানের পাগমান শহরে। শবনমের সাথে মজনুনের সাক্ষাৎ, প্রেম, পরিণয়, বিচ্ছেদের মাধ্যমে এগিয়েছে উপন্যাসের কাহিনী।
শবনম তার প্রেমিক মজনুনের প্রতি আবেদন জানিয়েছিল, "আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেও না।" হয়ত সে কারণে তাদের সুখের দিনগুলো বেশিদিন স্থায়ী হয়নি। আবার বিপরীত আকুতিও ছিল শবনমের, "আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেও না"। তাই তো উপন্যাস পড়া শেষ করেও পাঠকের মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। প্রেম, প্রেমের সফল পরিণতি কিন্তু পরিশেষে শবনমের চলে যাওয়া পাঠককে ফেলে দেয় দ্বিধার জগতে। শবনমকে যখন ডাকাতরা উঠিয়ে নিয়ে যায়, তখন সে তার মজনুনকে উদ্দেশ্য করে লিখেছিল, 'বাড়িতে থেকো, আমি ফিরব'। শবনমের গুণমুগ্ধ পাঠকেরা আজও মজনুনের মতই তার ফেরার অপেক্ষায় থাকে। কেউ কেউ হয়ত শবনম ফিরে এসেছে মজনুনের কাছে- এই কল্পনায় ভেসে তৃপ্ত করে রাখে পাঠক আত্মাকে।

6 ساعت ·ترجمه کردن

হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি কৃপা করে আজকের এই বিশেষ দিনে আমার প্রণাম ও ভালোবাসা গ্রহন কর। জগতের মঙ্গল কর। জয় রাঁধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল।।

image
6 ساعت ·ترجمه کردن

হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি কৃপা করে আজকের এই বিশেষ দিনে আমার প্রণাম ও ভালোবাসা গ্রহন কর। জগতের মঙ্গল কর। জয় রাঁধে জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল।।

6 ساعت ·ترجمه کردن ·Youtube

💎💎 Amarfreelancr 💎

😱 মাত্র ৫০৳ দিয়ে একাউন্ট করে প্রতি দিন ইনকাম ৪৫ ৳ থেকে ৫০ টাকা 💸

🅰️ কোন রেফার লাগবে না উইথড্র করতে ❤️🔥

💫 মাত্র ২৫ ৳ হলে উইথড্র 🆘

💸 রেফার কমিশন ৫ জেনারেশন পর্যন্ত 😱
🆑রেফার কমিশন ৩০ টাকা 💸
🆘১ম জেনারেশন ৩০ টাকা
⭕ ২য় জেনারেশন ২ টাকা
♦️ ৩য় জেনারেশন ১ টাকা
🛑 ৪র্থ জেনারেশন ০টাকা
👨‍👩‍👧৫ম জেনারেশন ০ টাকা

✅সাইট লিংক 😬
🟢

🔛ভিডিও লিংক 😬

🔗

⭕ প্রতি দিন ইনকাম ৫০০-১০০০৳

💝লাইভ টিইম ইনকাম amarfreelancr থেকে
♦️ প্রতি দিন ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে  ইনকাম করুন ৫০০৳

💝 একটু কষ্ট হতে পারে আপনার জীবন সফলতা কারণ 🆑

🆘🛑 জে কোন সমস্যা আমকে ইনবক্স করুন ⭕🅰️

1 د ·ترجمه کردن

9 hrs
·
Translate
🌺 মায়া বড় কঠিন অনুভূ তি!

পছন্দ , ভালো লাগা , ভালোবাসার অনুভূতি সময় কিংবা পরিস্থিতির কারণে আস্তে আস্তে ফিকে হয়ে আসতে পারে।
কিন্তু কারো প্রতি সত্যিকার
মায়া হয়ে গেলে তা কাটানো
যে কতো কঠিন!
কোনো কোনো ক্ষেত্রে অসম্ভবই বটে🌺

1 د ·ترجمه کردن

🌿 سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
📖 রাসুল ﷺ বলেছেন: “যে ব্যক্তি দিনে একশ বার সুবহানাল্লাহিল আযিম ওয়াবিহামদিহি বলে, তার গোনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।” (বুখারি ৬৪০৫, মুসলিম ২৬৯৪)
#তাসবিহ #যিকির #ইস্তেগফার #হাদিস #ইসলাম