ফেসবুকে প্রতিদিন প্রোডাক্ট সেলঃ এখন বর্তমানে সবচাইতে বেশি লোক ফেসবুকে একটিভ থাকে। তাই প্রত্যেকে বিনা পয়সায় ব্যবসার জন্য বেছে নিয়েছেন ফেসবুক প্ল্যাটফর্মকে। তাই আপনিও চাইলে কোন পুঁজি ছাড়াই ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে ইনকাম করতে পারবেন। ফেসবুকে প্রোডাক্ট সেল করে ব্যবসা করতে চাইলে আপনার নিকটস্থ কোন দোকানের সাথে কথা বলুন।
এরপর তাদের যেকোনো প্রোডাক্ট কনজুমার আইটেম অথবা ফুড আইটেম আপনার ফেসবুক গ্রুপ অথবা প্রোফাইল বা পেজ এর মাধ্যমে ফেসবুকে সেল করুন। যে কাস্টমারগুলো অর্ডার করবে কুরিয়ার সার্ভিস অথবা অন্যান্য সার্ভিসের মাধ্যমে তাদের ডেলিভারি দিন। এরপর নগদ অর্থ দোকানি কে দিয়ে লভ্যাংশ নিজের কাছে রেখে দিন।
অন্যের সাইটে অন পেজ এসইওঃ আপনার যদি এসইও সম্পর্কে ধারণা থাকে তাহলে অন্যের সাইটে এসইও করে ইনকাম করতে পারবেন। যেমন ধরুন অনেকেই ওয়েবসাইটে কাজ করছে এসইও সম্পর্কে ধারণা নেই। নতুন যারা ওয়েবসাইট তৈরি করে নেন তারা তেমন এসইও সম্পর্কে এক্সপার্ট নন। আপনি চাইলে তাদের ওয়েবসাইটে ওয়ান পেজ এসইও করে, তাদের সাথে কন্টাক্ট করে ইনকাম করতে পারবেন।
অন্যদের ওয়েবসাইটে আর্টিকেল লিখেঃ আপনি চাইলে মান্থলি চুক্তিবদ্ধ ভাবে অন্যদের ওয়েবসাইটে আর্টিকেল লিখে ইনকাম করতে পারেন। যেমন ধরুন একজন ব্লগার রয়েছেন তার দৈনিক কর্মব্যস্ততার ফলে তিনি তার ওয়েবসাইটে কাজ করতে পারছেন না। এরকম ওয়েবসাইটের এডমিনের সাথে কথা বলুন। প্রতিদিন আর্টিকেল লিখে দেওয়ার বিনিময়ে অফার করুন। এভাবে আপনি দৈনিক এত বেশি আর্টিকেল লিখতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন।
hanif ahmed Romeo
আমি ভালই ছিলাম একা একা, তারপর আমার জীবনে তোমার উদয় হল…… এখন আমি পাগলের মত তোর পিছে ছুটি।
😘🤝💝ლ❛✿
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?